রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অবহেলাজনিত হত্যা এগুলো

ইকবাল হাবিব

নিজস্ব প্রতিবেদক

অবহেলাজনিত হত্যা এগুলো

স্থপতি ইকবাল হাবিব বলেছেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই নিয়মিত বিরতিতে আগুনে মৃত্যুর ঘটনা ঘটছে। এগুলো দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যাকাণ্ড। দেশের মানুষ নীতিনির্ধারকদের ওপর প্রয়োজনীয় চাপ তৈরি করতে না পারলে এমন ঘটনা ঘটতেই থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইকবাল হাবিব বলেন, এ যাবৎ দেশে যতগুলো অগ্নিকাণ্ড ঘটেছে এবং মানুষ হতাহত হয়েছে তাতে আমরা সবাই অপরাধী। ঢাকাসহ সারা দেশ মৃত্যুকূপে পরিণত হয়েছে। অথচ এখন পর্যন্ত আমরা নীতিনির্ধারকদের সমস্যা সমাধানে অল আউট অ্যাকশান নিতে বাধ্য করতে পারিনি। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো সবুজ কারখানা তৈরির দিকে ঝুঁকছে। অথচ, আমরা এখনো সেই মান্ধাতার আমলে পড়ে আছি। আটটি সংস্থার কাছ থেকে অনুমোদন নিয়ে ভবন তৈরি করতে হয়। এই প্রত্যেকটি সংস্থাকে এখন কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাজনৈতিক দৃঢ়তার অভাবেও এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এ থেকে মুক্তি পেতে চাইলে আরেকটি আগুনের অপেক্ষায় না থেকে জনগণকে রাস্তায় নামতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর