রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকারের সদিচ্ছা ছাড়া রোধ সম্ভব নয়

আলী আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক

সরকারের সদিচ্ছা ছাড়া রোধ সম্ভব নয়

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান বলেছেন, সরকারের সদিচ্ছা ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করা সম্ভব নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আলী আহমেদ বলেন, বিদেশি ক্রেতাদের চাপের কারণে আমাদের গার্মেন্ট সেক্টরের নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু শতভাগ পরিবর্তন আনতে গেলে জনগণের চাপ এবং সরকারের সদিচ্ছা প্রয়োজন। তিনি বলেন, আমাদের ফায়ার ব্রিগেডের ইনফোর্সমেন্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। ফায়ার ব্রিগেডে ম্যাজিস্ট্রেট বা লিগ্যাল উইংয়ের ব্যবস্থা নেই। প্রত্যেকটি বিল্ডিংয়ে নিয়মিত ইন্সপেকশন চালাতে হবে। সরকার যদি শক্ত অবস্থান নেয় যে, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোনো ভবন তার কার্যক্রম চালাতে পারবে না তবে এই অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, একই সঙ্গে যারা আইন লঙ্ঘন করছে তাদের শাস্তির আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু অ্যাকশন নিয়ে দায় সারলে হবে না। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারকে ফোকাস ঠিক রাখতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শক্ত হাতে সব ত্রুটি বিচ্যুতির সমাধান খুঁজতে হবে। সরকারের ফোকাস ঠিক রাখতে জনগণকেও ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ খবর