সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যাদের আইন মানার কথা তারা মানে না

------ নুরুল হুদা

যাদের আইন মানার কথা তারা মানে না

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সাবেক সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা বলেছেন, আমাদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা নেই। যাদের আইন মানার কথা তারা মানে না আর যাদের আইন বাস্তবায়ন করার কথা তারা যথাযথ ভাবে দায়িত্ব পালন করে না। এই দুটো কারণে এসব ঘটনা ঘটছে। যতক্ষণ পর্যন্ত আমরা আইন মেনে চলব না এবং যার ওপর যে দায়িত্ব আছে সেটা পালন করব না, ততক্ষণ পরিবর্তন আসবে না। রাজধানীতে প্রায় ৬ হাজার রেস্টুরেন্ট আছে, সবগুলোই আবাসিক এলাকায়, অনুমোদন নেওয়া হয় নাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের ছয় হাজার রেস্টুরেন্টকে তিন ক্যাটাগরিতে ভাগ করতে হবে। অতিঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ আরেকটা হলো যারা কিছুটা আইনকানুন মানে। যেগুলো অতিঝুঁকিপূর্ণ সেগুলোর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। ম্যাজিস্ট্রেট নিয়ে সিলগালা করে দেন। এটা করা গেলে বাকিগুলো সতর্ক হয়ে যাবে। তাদের একটি সময় বেঁধে দেওয়া হোক। আগামী ছয় মাসের মধ্যে আইন মোতাবেক এগুলোকে ঠিক করতে হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ পরিদর্শন করে অনুমোদন দেবে। নুরুল হুদা বলেন, প্রতিটি সেক্টরকে চিহ্নিত করতে হবে কোন কোন সেক্টরে ঝুঁকিপূর্ণ আছে। এখন যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হচ্ছে। একটা জায়গা থেকে শুরু করতে হবে। তাহলে ৬ মাস, ৯ মাস বা এক বছর একটা পর্যায়ে আসবে। আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটি বিষয়কে একটি নিয়ম এবং আইনের মধ্যে আনতে হবে। তিনি আরও বলেন, আরেকটা বিষয় আমি দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু কেউ আমলে নিচ্ছে না। সেটা রাজধানীতে ৫৪টি সংস্থা আছে। এই সবগুলো সংস্থার সমন্বয়ে একটি অর্ডিনেট বডি থাকা উচিত। সেটা দায়িত্ব সিটি করপোরেশনের মেয়রের ওপর দেওয়া যেতে পারে অথবা স্থানীয় সরকার মন্ত্রী, না হলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ওপর দেওয়া যেতে পারে। না হলে একটি নতুন মন্ত্রণালয় সৃষ্টি করা যেতে পারে। ঢাকা শহরের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটারের মধ্যে যা কিছু ঘটবে ওই মন্ত্রী ও তার মন্ত্রণালয়ের অনুমোদনের বাইরে একটি গাছের ডালও কেউ কাটতে পারবে না। আরেকটা বিষয় হবে বিভিন্ন সংস্থার আইনের মধ্যে যে সাংঘর্ষিক বিষয় আছে, সেগুলো আইন মন্ত্রণালয়ের উদ্যোগে সমাধান করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর