সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকারের সদিচ্ছায় ছয় মাসে নিয়ন্ত্রণ সম্ভব

---- ফজলে রেজা সুমন

সরকারের সদিচ্ছায় ছয় মাসে নিয়ন্ত্রণ সম্ভব

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি ফজলে রেজা সুমন বলেছেন, সরকারের সদিচ্ছা এবং একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে ছয় মাসের মধ্যে নিয়মবহির্ভূত স্থাপনাসহ সব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে আনা সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফজলে রেজা বলেন, ধানমন্ডি আবাসিক এলাকার অংশবিশেষ গেজেট করে বাণিজ্যিক করা হয়েছে। এখানে কিছু ভবন মালিক নকশাবহির্ভূত রেস্টুরেন্টসহ বাণিজ্যিক স্থাপনা করেছেন। যা রাজউকের আইনের নিয়মবহির্ভূত। এ সংস্থাটি চাইলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা           নিতে পারে। একই সঙ্গে সিটি করপোরেশন যে আইনে ট্রেড লাইসেন্স দিয়েছে, ফায়ার সার্ভিস সেফটির জন্য যে সার্টিফিকেট দিয়েছে সে আইনে তাদের জরিমানা করতে পারে। আর যে মুনাফালোভী ভবন মালিক এবং যে অনুমোদন দিয়েছে তাকেসহ সংশ্লিষ্ট লোকদের জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি করতে পারে  তাহলে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি আরও বলেন, শুধু ধানমন্ডি নয়, খিলগাঁওয়ের আবাসিক এলাকার আরও ভয়াবহ অবস্থা। ভূমি ব্যবহার পরিবর্তন করে সড়কের দুই পাশে রেস্টুরেন্টসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মিত হয়েছে। এখন ওই এলাকা যানজটের কারখানায় রূপ নিয়েছে। যদিও রাজউকের প্ল্যানে আবাসিক হিসেবে রয়েছে। উত্তরা, মিরপুর, বনশ্রীসহ সব আবাসিক এলাকার যে রূপ পরিবর্তন হয়েছে রাজউক আইন অনুযায়ী শক্ত অভিযান পরিচালনা করলে এই চিত্র পরিবর্তন হওয়া সম্ভব। বিআইপির এই সাবেক সভাপতি বলেন, নিয়মবহির্ভূতদের বিচার, আইন ও জবাবদিহিতার মুখোমুখি না করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। যে দেশে মুনাফার মূল্যায়ন জীবনের চেয়ে বেশি সে দেশে এ রকম দুর্ঘটনা অহরহ ঘটবেই। সুতারাং এগুলো নিয়ন্ত্রণে আনতে সরকারের সদিচ্ছা এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা অতি জরুরি।

সর্বশেষ খবর