সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দেশের মানুষ ভালো আছে

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ ভালো আছে

আবুল হাসান মাহমুদ আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে। আবুল হাসান মাহমুদ আলী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে। উল্লেখ অর্থপ্রতিমন্ত্রী গতকালই প্রথম দফতরে আসেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তার রাজতৈকি এলাকার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রতিমন্ত্রী  বলেন, দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাব। তবে অর্থনৈতিক উন্নয়নে সামগ্রিক কাজ চালিয়ে নিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আজই প্রথম মন্ত্রণালয়ে এলাম। স্বাধীনতার মাসে যে পবিত্র দায়িত্ব পালনের সুযোগ এলো এটা আমার জন্য সৌভাগ্যের। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জের। সারা বিশ্বের সবকিছুর সঙ্গে অর্থের বিষয় জড়িত। অনেক কিছু জানার আছে।  কর্মকর্তাদের কাছ থেকে জানব। অর্থমন্ত্রীও তার অভিজ্ঞতার আলোকে আমাকে বিভিন্ন বিষয় জানাবেন। তিনি বলেন, আমি আমার বাবা-মায়ের আদর্শকে সঙ্গী করে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করব।

সর্বশেষ খবর