মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল বাংলাদেশ

অবিশ্বাস্য ব্যাটিং করেছেন জাকের আলি। অভিষেক ম্যাচে ৩৪ বলে ২০০ স্ট্রাইক রেটে ৬৮ রানের ‘রকিং’ ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছেন জাকের। কিন্তু দুর্ভাগ্য জাকেরের, দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি। তার ভিনগ্রহের ব্যাটিংয়ের পরও সিলেটে প্রথম টি-২০ ম্যাচে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে ৩ ম্যাচ টি-২০ সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ।

শুরুতে স্কোয়াডে ছিলেন না। অফ স্পিনার অ্যালিস ইসলাম আহত হলে তাকে সুযোগ করে দেয় টিম ম্যানেজমেন্ট। সেই সুযোগের প্রতিদান দেন টর্নেডো গতির ব্যাটিং করে। তিনি ৩৪ বলে ৬৮ রান করেন ৪ চার ও ৬ ছক্কায়। ৫০ রান করেন ২৫ বলে। বাংলাদেশের টি-২০ ক্রিকেট ইতিহাসে এটা পঞ্চম দ্রুততম হাফ সেঞ্চুরি। সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লিটন দাসের। গত বছর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড করেছিলেন তিনি। ২০ বলে হাফ সেঞ্চুরি রয়েছে মোহাম্মদ আশরাফুলের, ২১ বলে লিটনের, ২৪ বলে মুশফিকুর রহিম ও লিটন দাসের। শুধু জাকের নন, ২০৭ রানের টার্গেটে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। ৩১ বলে ৫৪ রানের রকেট গতির ব্যাটিং করেন মাহমুদুল্লাহ। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২০৩ রান। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৬ রান। কুশল মেন্ডিস ৫৯ ও সাদিরা সামারাবিক্রমা অপরাজিত ছিলেন ৬১ রানে। ম্যাচসেরা হন চারিথা আশালাঙ্কা ২১ বলে অপরাজিত ৪৪ রান ও ৩ ক্যাচ নিয়ে।

সর্বশেষ খবর