শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দিনাজপুরে ঘুষের টাকাসহ গৃহায়নের প্রকৌশলী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনাজপুরে তার নিজ কার্যালয়ে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদকের দিনাজপুর অফিসের উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দুদক টিম। এ সময় মোরশেদ আলমের কাছ থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের হয়।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক দিনাজপুর জানায়, দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে ২৮ ফেব্রুয়ারি উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের পরিচালনা ও সহকারী পরিচালক মো. নূর আলমের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালায়। এ সময় এনফোর্সমেন্ট টিম উপসহকারী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোরশেদ আলমকে ঘুষ নেওয়া দেড় লাখ টাকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে এবং অভিযুক্তকে নির্বাহী প্রকৌশলীর হেফাজতে দেয়। পরে দুদক দিনাজপুর থেকে রেকর্ডপত্র যাচাইবাছাইপূর্বক মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করলে কমিশন গতকাল মামলার অনুমোদনপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মোরশেদ আলমকে গ্রেফতার করেন। তাকে দিনাজপুর কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।

 

সর্বশেষ খবর