বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তিন ধরনের নির্বাচন হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তিন ধরনের নির্বাচন হয়েছে

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে তিন ধরনের ইলেকশন হয়েছে। কোথাও কোথাও ইলেকশন যেভাবেই হোক ফলাফল একটা পূর্বনির্ধারিত ছিল এবং শিট বানিয়ে দেওয়া হয়েছে।’ গতকাল জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যরা এ বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকলে জি এম কাদের বলেন, এটা নাও হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে জি এম কাদের বিগত নির্বাচন নিয়ে বক্তব্য শুরু করতেই অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ হট্টগোল হয়। সরকারি দলের সদস্যরা মাইক ছাড়াই নানা মন্তব্য করতে থাকেন। বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরাও পাল্টা মন্তব্য করতে থাকেন।

সর্বশেষ খবর