বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্টান্টবাজি নয়, জাপাকে শক্তিশালী করা হবে

নিজস্ব প্রতিবেদক

স্টান্টবাজি নয়, জাপাকে শক্তিশালী করা হবে

বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘৩০০ আসনে নির্বাচন করব, ২০০ আসনে একাধিক প্রার্থী আছে, ভিক্ষার আসন নেব না বলে নেতা-কর্মী ও দেশবাসীর সঙ্গে স্টান্টবাজি করে দিন শেষে গোপনে ২৬ আসনে নির্বাচন নয়। এবার জাপা শক্তিশালী করা হবে। শক্ত সাংগঠনিক কাঠামোয় দাঁড় করানো হবে।’ ৯ মার্চ রাজধানীতে দলটির সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল গুলশানে রওশন এরশাদের বাসায় দিনব্যাপী তৃণমূল নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘যারা অভিমান করে দল ছেড়ে গেছেন, যাদের বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে, সবাইকে ফিরিয়ে এনে সাংগঠনিকভাবে জাতীয় পার্টি শক্তিশালী করা হবে।’ মহাসচিব কাজী মামুনূর রশীদের পরিচালনায় সম্মেলন প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। আরও বক্তব্য দেন গোলাম সরোয়ার মিলন, রাহগির আল মাহি সাদ, সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, রফিকুল হক হাফিজ, নূরুল ইসলাম নূরু, এম এ কুদ্দুস খান প্রমুখ।

সর্বশেষ খবর