বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সমন্বিত পরিকল্পনা দরকার ছিল

ড. আদিল মোহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক

সমন্বিত পরিকল্পনা দরকার ছিল

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেছেন, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের পর তোড়জোড় অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। অথচ এই অভিযানের কোনো পরিকল্পনা নেই। সমন্বিত কোনো উদ্যোগ নেই। যে যার মতো করে অভিযান পরিচালনা করছে। এই অভিযানগুলো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিত অভিযানের মতোই। এর টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পরিকল্পনা দরকার ছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. আদিল বলেন, এ অভিযানের জন্য প্রথমে দরকার ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে হওয়া। এরপর এই অভিযানে কী কী করা হবে এর জন্য একটা গাইড লাইন তৈরি করা। গাইড লাইনে থাকবে অভিযানে ভবনগুলোর কী কী যাচাই করা হবে। আগে যারা ভবনগুলো পরিদর্শন করে ব্যত্যয় করেছে সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ ছাড়া রাজউকের ভবনের অনুমোদনের পর ভবন ব্যবহারে কোন সংস্থা কোন লাইসেন্স দিচ্ছে সে বিষয়ে সংস্থাগুলোর মধ্যে ডাটা শেয়ারিং করা। একই সঙ্গে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ে একটা সেল গঠন করা। যে সেলের মাধ্যমে কে কোনটার লাইসেন্স দিচ্ছে সে ডাটা সংরক্ষণ করা। তিনি বলেন, প্রত্যেকটা সংস্থা যদি রুটিন মাফিক তাদের অভিযানগুলো পরিচালনা করত তাহলে এখন বিশেষ অভিযান পরিচালনার দরকার ছিল না। রুটিন মাফিক কাজ না করায় আজ এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। অথচ রুটিন মাফিক কাজ হলে কোনো অগ্নিকা হলে দুর্ঘটনা হিসেবে বিবেচিত হতো।

 

সর্বশেষ খবর