বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নাজমুলের হাফ সেঞ্চুরিতে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ছক্কা মেরে বাংলাদেশকে জিতিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছয় বছর পর নাজমুল হোসেন শান্ত ছক্কা মেরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জেতান। মাহমুদুল্লাহর ছক্কায় বাংলাদেশ নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল। নাজমুলের ছক্কায় সিরিজে সমতা এনেছে।

সিলেটে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে বাংলাদেশ হেরেছিল ৩ রানে। গতকাল দুর্দান্ত ক্রিকেট খেলে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে সমতা আনতে দুটি জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক বছর পর টাইগার অধিনায়ক খেলেছেন হাফ সেঞ্চুরির ইনিংস। তার ম্যাচ জেতানো অপরাজিত ৫৩ রানে ভর করে বাংলাদেশ ১১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজে সমতা আনে। প্রথমে ব্যাট করে সফরকারী দল ৫ উইকেটে ১৬৫ রান করে। সেটা টপকে যায় নাজমুল শান্তের অপরাজিত ৫৩, তৌহিদ হৃদয়ের অপরাজিত ৩২, লিটন দাসের ৩৬ ও সৌম্য সরকারের ২৬ রানে ভর করে। ১৬৬ রানের টার্গেটে দুই ওপেনার লিটন ও সৌম্য সরকার ৬.৫ ওভারে ৬৮ রানের ভিত দেন। লিটন সাজঘরে ফেরেন নবম ওভারের শেষ বলে দলীয় ৮৩ রানে। এরপর ৫৫ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় উপহার দেন নাজমুল-তৌহিদ জুটি। নাজমুল ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায়। তৌহিদ ৩২ রানে অপরাজিত থাকেন ২৫ বলে ২ চার ও এক ছক্কায়। লিটন ৩৬ রান করেন ২৪ বলে ৫ চার ও এক ছক্কায় এবং সৌম্য ২৬ রান করেন ২২ বলে ৫ চারে। এর মধ্যে সৌম্যর ব্যক্তিগত ১৪ রানের সময় বিনুরা ফার্নান্দোর বলে আল্ট্রা-এজ হন। ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দিলেও টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল নাকচ করে দেন। এতে বিরক্ত হয় সফরকারী শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর