শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুলিশের বাধায় মহিলা দলের শোভাযাত্রা পণ্ড

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবসে গতকাল জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে এ শোভাযাত্রা করতে গেলে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয়। ফলে শোভাযাত্রা ছাড়াই কর্মসূচি শেষ হয়।

জানা গেছে, শোভাযাত্রার আগে মহিলা দলের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ জানিয়ে বলা হয়েছিল, তারা শান্তিপূর্ণ শোভাযাত্রা করতে চায়। নেতা-কর্মীরা বলেন, পুলিশ শোভাযাত্রার অনুমতি দেয়নি। তবে শোভাযাত্রার আগে সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী দিবস কেন্দ্র করে সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল চিন্তা নারীর ক্ষমতায়নে রাষ্ট্র ও সমাজকে বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগ নারীর কথা বলা, পেশা ও কাজের স্বাধীনতা সব ক্ষেত্রে। নারীদের আগামী দিনে ক্ষমতায়ন করতে চাইলে আগে জনগণের ক্ষমতায়ন করতে হবে বলে উল্লেখ করেন বিএনপি নেতা খসরু। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন করা না গেলে, ভোটাধিকার ফেরানো না গেলে কারও ক্ষমতায়নের সুযোগ থাকবে না। নাগরিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা গেলে দেশ যে অবস্থায় আছে সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। নাগরিক অধিকার ফিরে পেলে নারীর অধিকার নিশ্চিত করা যাবে। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি নেওয়াজ হালিমা আরলি, ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ বক্তব্য দেন। সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর