শিরোনাম
সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বর্ণাঢ্য উৎসবে নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য উৎসবে নতুন যাত্রা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ফুল তুলে দিচ্ছেন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ১৫ বছরে পা রাখতে চলেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আগামী ১৫ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসটি ঘিরে গতকাল দিনভর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে আয়োজিত অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। আগত অতিথিদের বরণ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ ছাড়া দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় একযোগে বর্ষপূর্তির বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি আগামী ১৫ মার্চ। এ উপলক্ষে ৯ মার্চ থেকে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল ছিল শুভেচ্ছা বিনিময় পর্ব। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন ও তারকার মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং নিরপেক্ষ অবস্থানের কারণেই পত্রিকাটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিন কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে এমনটাই প্রত্যাশা।

মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ প্রতিদিন পরিবারকে সংগঠনের পতাকা তুলে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, তেজগাঁও মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, তেজগাঁও কমান্ডার আবুল বাসার মো. সিদ্দিক প্রমুখ।

সকাল ১০টার পর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী ও পাঠক। আসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী দলসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শীর্ষ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, সারা দেশের এজেন্ট, হকারসহ সমাজের সর্বস্তরের মানুষ। উৎসবের ঢল নামে গোটা এলাকায়। আয়োজনে চট্টগ্রামের বিখ্যাত মেজবানের পাশাপাশি ছিল জনপ্রিয় সংগীতশিল্পীদের মনমাতানো পরিবেশনা। তাঁরা দিনভর মাতিয়ে রাখেন অতিথিদের। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন অফিসে আসেন ফুলের ডালি নিয়ে। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে  বর্ণিল সাজে সাজানো হয় কনভেনশন সিটির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণ। আলোকসজ্জার পাশাপাশি রংবেরঙের ব্যানার-ফেস্টুনে সজ্জিত ছিল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়।

বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব : বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনকে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, সাবেক ডাকসু ভিপি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ঢাকা-১০ আসনের এমপি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ঢাকা-১৮ আসনের এমপি খসরু চৌধুরী, ফেনী-১ আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জামালপুর-১ আসনের এমপি নুর মোহাম্মদ, এমপি আশেক উল্লাহ রফিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাদের খান, মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা আকতার তুহিন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আকতার খানম, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজী সারোয়ার, সহসভাপতি শামীমা আকতার নিঝুম, সাংগঠনিক সম্পাদক অর্চি, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সহসভাপতি ইবনুল এম হাসান উচ্ছল, সানোয়ার পারভেজ পুলক, মাইনুল হাওলাদার, এস এম আমিরুল ইসলাম, উৎপল বিশ্বাস, উপপ্রচার সম্পাদক জবল-ই-রহমত, মাদরাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, সাবেক ছাত্রনেতাদের মধ্যে সাজ্জাদ সাকিব বাদশা, নুরুল ইসলাম মিলন পাঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি যাকারিয়া চৌধুরী, সাবেক এমপি শাজাহান আলম সাজু প্রমুখ। ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাবেক নেতা ও এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, যুবদলের কেন্দ্রীয় নেতা এস এম জাহাঙ্গির হাওলাদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ নাসির, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম রানা প্রমুখ। ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মহাসচিব কাজী মামুনুর রশীদ, জাপা নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, পীরজাদা জুবায়ের, সৈয়দ ওয়াহিদুল আলম তরুণ, শাহীন আরা সুলতানা রিমা, অ্যাডভোকেট এমদাদুল হক, শেখ রুনা, নাফিস মাহবুব, আবুল কালাম আজাদ ও  হাফসা সুলতানা। শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মো. ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বাংলাদেশ মুফাস্সির সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর উত্তর ছাত্র মজলিসের সভাপতি আশিকুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শ্রমিক মজলিসের সহসভাপতি আমীর আলী হাওলাদার, এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের প্রমুখ। ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহানসহ নেতৃবৃন্দ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, জাসদের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল প্রমুখ।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদ : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস প্রেসিডেন্ট রিপনুল হাসান, মাসুদুর রহমান, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি এনামুল হক ভুইয়া লিটন, ট্রেজারার উত্তম বণিক, এক্সিকিউটিভ মেম্বার পবিত্র চন্দ্র ঘোষ, জয়দেব সাহা, গণেশ দেবনাথ ও মো. আলী হোসেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) সভাপতি মো. নিয়াজ আলী চিশতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন, পরিচালক সেলিম রাজা পিন্টু, মো. আইয়ুব আলী, মিরাজ মোক্তাদির, ইঞ্জি. মো. মঞ্জুরুল ফরহাদ, সুরুজ সরদার, রিহ্যাব মেম্বার মোহাম্মদ আলীমুল্লাহ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি এস এম মান্নান কচি, বিদায়ী সভাপতি ফারুক হাসান, সহসভাপতি শহীদুল্লাহ আজিম, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি মোহাম্মদ আলী খোকন, নোমান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ মুহাম্মদ জুবায়ের, মারকেটো সার্ভিসের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, বায়োফার্মার ম্যানেজিং ডিরেক্টর ড. লোকিয়াত উল্লাহ, সারা লাইফস্টাইলের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার এস কে রাহাত অয়ন, কনসিটোর মিডিয়া ম্যানেজার সালসাবিল সাদিয়া সিনথিয়া, মাই ওয়ানের ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান কে এম জি কিবরিয়া, স্ট্যান্ডার্ড গ্রুপের পক্ষে অ্যাসিসট্যান্ট ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, নাহিদ গ্রুপের এমডি ঝন্টু কুমার সাহা, অর্থনীতিবিদ জামালউদ্দীন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আইনশৃঙ্খলা বাহিনী : প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল মোমেন, উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মেরিনা আক্তার, ট্রাফিক বাড্ডা জোনের সহকারী কমিশনার অমিত কুমার দাস, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার, খিলক্ষেত থানার পরিদর্শক (প্যাট্রোল) মো. দেলোয়ার হোসেন লিটন, ট্রাফিক গুলশান বিভাগের পরিদর্শক নাজমুল হাসান ও পরিদর্শক কামরুল হাসান, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর লুৎফুল হাদি ও সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান; পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান; বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) মো. জাহিদুল ইসলাম; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী, ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক আবুল হোসেন ও সহকারী পরিচালক মো. মেহেদী হাসান; বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক (গোয়েন্দা) মনছুর আলীদ; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠান : প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা শিক্ষাবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ প্রতিদিনকে। শুভেচ্ছা জানান বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, সাবেক সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বাশিপ যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সলিমুল্লাহ সেলিম, আইইডিসিআর-এর উপদেষ্টা মুশতাক হোসেন প্রমুখ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দি পিপলস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্যসচিব অধ্যাপক শামীমা মান্নান শাহেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর মেজর (অব.) আফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো. আফজাল হোসাইন সরকার, ব্র্যান্ডিং ও কমিউনিকেশন ম্যানেজার মো. মাহফুজুল হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীসহ অন্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই-এর বাংলাদেশ ক্যাম্পাসের উপ-উপাচার্য অধ্যাপক দাতো সালেহ বিন জাফর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান : শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, রাতুল প্রপার্টিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের আ ন ম মনজুর-উল-করিম, মো. শরিফুল ইসলাম, ভাইয়া গ্রুপের সিনিয়র ম্যানেজার ফয়সাল আহমেদ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো রাশেদুল আনোয়ার, জিএসডি প্রধান নকুল চন্দ্র দেবনাথ, এক্সিম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি, অফিসার মো. সাইফুল্লাহ, সোনালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক সুজন কুমার বিশ্বাস, সহকারী মহাব্যবস্থাপক কাজী ওমর শরিফ, অগ্রণী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল কাশেম, জনতা ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক খলিলুর রহমান, রূপালী ব্যাংক পিএলসির উপ মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, এসোসিয়েট ডিরেক্টর বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রধান জনসংযোগ কর্মকর্তা (ডিজিএম) জামিল হোসেন, কমিউনিটি ব্যাংক পিএলসির ইভিপি অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার ইয়াসিন নূর, ম্যানেজার পিআর অ্যান্ড মিডিয়া ইকরাম হোসেন, পদ্মা ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা সামিরা রস্নি, ফারিয়া মোশারফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লি.এর হেড অব পিআর মেজবাউদ্দীন আহমেদ, ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) আল আমিন, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) আগুসটিন সুজন বাড়ৈ, এনআরবিসি ব্যাংক পিএলসির হেড অব পিআর হারুন-উর-রশিদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড ব্র্যান্ড মনিরুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পিআরডি অ্যান্ড ব্র্যান্ড ডিভিশনের আবদুল হামিদ সোহাগ, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসির হেড অব পিআরডি আশাদুল্লাহিল গালিব, ইসলামী ব্যাংক পিএলসির হেড অব পিআরডি নজরুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংক পিএলসির হেড অব মিডিয়া কমিউনিকেশনের মো. জাকারিন রাহমান, এসভিপি অ্যান্ড হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর মো. তারেক উদ্দীন, মাই ওয়ান ইলেকট্রনিক্সের ম্যানেজার ব্র্যান্ড কে এম জি কিবরিয়া, রেনকন মোটরবাইক লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন আবু সাইমুন প্রমুখ।

শুভেচ্ছা জানান লোটো বাংলাদেশের হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম লিটন, মার্কেটিং ম্যানেজার কামরুল ইসলাম, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং সুজন খন্দকার, মার্কেটিং ম্যানেজার হাফিজুর রহমান, ম্যানেজার সিএস মার্কেটিং তৌহিদুজ্জামান, হেড অব ডিজিটাল মার্কেটিং নাহিদ জাহান, জিপিএস ইস্পাত লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন আওলাদ হোসেন, অফিসার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাকারিয়া সরদার, নতুনধারা এসেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আবদুস সাত্তার শেখ, মার্স মোবাইল লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মাহাবুবুর রহমান মিয়া, ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. ফজলে রাব্বি খান, সারা লাইফস্টাইল লিমিটেডের এস কে রাহাত অয়ন, অক্টাগন নীড় আবাসনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং সঙ্গীতা আক্তার চৈতি, সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার চয়েন দত্ত বণিক, ঠিকানা ভেলি অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের জি এম সৈয়দ মারুফ রেজা, এ জি এম সৈয়দ মোফাসসের, ডেপুটি ম্যানেজার মাহবুবুল হক খোকন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার তৌহিদুল ইসলাম পুলক, অ্যাসিসট্যান্ট ম্যানেজার সামির মোরসালিন, সিনিয়র এক্সিকিউটিভ আবদুল মুহিত, স্বপ্ন নিবাস এসেটের সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন সাকিলুজ্জামান, আইডিএলসি লিমিটেডের মিডিয়া লিড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন মো. আসিফ হোসাইন, রয়েল ক্যাফের জনসংযোগ কর্মকর্তা সাহিদ আহমেদ, আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, সাওল হার্ট সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান, অপারেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান মিলন, ইউনিট্রেন্ড লিমিটেডের সহকারী পরিচালক মিডিয়া বায়িংয়ের মো. আকতার হোসেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক জনসংযোগ আবু সাদাত, প্রচিত আইএমসি লিমিটেডের নির্বাহী পরিচালক রওশনারা জামান মিলি, বিকাশ লিমিটেডের হেড অব করপোরেট কমিউনিকেশন অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম, ডেপুটি জেনারেল ম্যানেজার পিআর অ্যান্ড করপোরেট কমিউনিকেশন রুখসানা আক্তার মিলি, প্রবাসী পল্লী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, পরিচালক মো. নাসিম রহমান, মহাব্যবস্থাপক সিকদার এম আরিফুল আলম, ব্যবস্থাপক জিল্লুর রহমান, প্যাপিরাস কমিউনিকেশনের সহযোগী পরিচালক সাবরিনা নওরিন লিমু, ব্যবস্থাপক জিয়া হক, নেস্লে বাংলাদেশের পরিচালক লিগ্যাল এবং করপোরেট কমিউনিকেশন দেবব্রত রায় চৌধুরী, ব্যবস্থাপক তানজিনা তারিক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড বিটুপি দাস চৌধুরী, সহযোগী পরিচালক পিআর অ্যান্ড কমিউনিকেশন সাবা ই আই কবির, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোং লি. এর হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমান, উপব্যবস্থাপক জামাল উদ্দিন ভূইয়া শামিম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রবীণ জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, সারা অ্যাডভারটাইজিংয়ের ম্যানেজার মার্কেটিং মো. কবির হোসেইন, অ্যাডপ্লাস অ্যাডভারটাইজিংয়ের সহকারী ম্যানেজার মো. গিয়াস উদ্দীন বুলবুল, এক্সিকিউটিভ মার্কেটিং মো. মাসুদুর রহমান, ডিসকভারি অ্যাডভারটাইজিংয়ের ডিরেক্টর সাহেব আলী, গোমতী অ্যাড এর প্রোপাইটর মোস্তাক আহমেদ রনি, ইনফেনিক্স মোবাইলের কান্ট্রি ডিরেক্টর ইফতেখার সানি, অপ্পো মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড প্রোমশন ম্যানেজার ব্র্যান্ডিং মো. নাজমুস সাকিব, রিয়েলমি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিআর সাহেদ মোরশেদ জাহাঙ্গীর, টপ অব মাইন্ড এর সিনিয়র মিডিয়া সুপারভাইজার ফিরোজ আল সামস্, ব্যাঞ্চমার্ক এর অ্যাসিস্ট্যান্ট কমিউনিকেশন ম্যানেজার আসিফ মাহমুদ, আরতাজ হোল্ডিং লি. এর প্রোজেক্ট ইঞ্জিয়ার মো. সাইফুল ইসলাম, শেয়ার বিজ পত্রিকার হেড অব মার্কেটিং ম্যানেজার মো. আরিফুর রহমান, হাবাস গ্রুপের ডিরেক্টর কাজী হুমায়ুন কবির, ইনফো পাওয়ার মিডিয়া কনসালটেন্সির স্পেসালিস্ট, এক্সটারনাল কমিউনিকেশনের জুবায়া জুমা। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. জাবের আহমদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূর নবী রাজ, সহকারী পাবলিক রিলেশনস অফিসার মো. সালাউদ্দিন হীন, রেজিস্ট্রার অফিসের লিয়াজোঁ অফিসার আরিফ খান লাবলু, ভর্তি শাখার এক্সিকিউটিভ আল-আমিন হোসাইন, সাউথইস্ট ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্র্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স মুহাম্মদ আবুল হাশেম রনি, পাবলিক রিলেশন্স অফিসার মো. সাজ্জাদুল ইসলাম, শান্তা সিকিউরিটিজের ডেপুটি ম্যানেজার আনিকা তাসনিম রুহি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রাহাত মাহমুদ, ইউনাইটেড হসপিটালের জেনারেল ম্যানেজার, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফজলে রাব্বী খান, ম্যানেজার, পাবলিক রিলেশন্স আরিফুল হক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপপরিচালক জামাল হোসেন, পাবলিক রিলেশন্স ও ছাত্র বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুল্লাহ, ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন ও সহকারী জেনারেল ম্যনেজার মো. রাইসুল হক চৌধুরী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পাবলিক রিলেশন অফিসার মো. জাহিদ হাসান, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহাম্মদ সালেহ জাফর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, কানাডিয়ান ইউনিভার্সিটির ডিরেক্টর তৌহিদ বিন সাইফ, পিআরও আবজাল তাফারি, প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার ফিরোজ মাহমুদ হোসেন (টিটু), উপচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, ডেপুটি রেজিস্ট্রার এ কে এম সাইফুল্লাহ, দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেম্বার সেক্রেটারি, বোর্ড অব ট্রাস্টি অ্যান্ড অ্যাডভাইজার প্রফেসর শামীমা মান্নান সাহেদ, রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দীক, স্টার গ্রুপের হেড অব মার্কেটিং (পারটেক্স) এন এইচ এম ফজলে রাব্বি, পারটেক্স গ্রুপের ম্যানেজার (পারটেক্স ফার্নিচার)-এর ম্যানেজার সোহান আকন সানি, পারটেক্স স্টার গ্রুপের ম্যানেজার মার্কেটিং (পারটেক্স কেবলস্)-এর আরিফুল হক, এডফিনিক্স লিমিটেডের অ্যাসোসিয়েট বিজনেস অ্যান্ড গ্রোথ মো. হোসনে মোবারক অপু, আই বাই সিক্রেট্স্-এর ফাউন্ডার অ্যান্ড সিইও মো. আবু নাসের ফয়সাল, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রবিউল ইসলাম (মিল্টন), ইনফো স্টেশনের সিনিয়র ম্যানেজার রিচার্ড রইয়োন রোজারিও, এমবিএ বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ম্যানেজার মঈনউদ্দিন আশরাফ, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লি. এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মিডিয়া খন্দকার তাহমিদুর রহমান, রিচেবল লি. এর ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ, ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজির স্বত্বাধিকারী মো. আলী হোসেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপের সিনিয়র অফিসার মো. রাসেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসের জনসংযোগ কর্মকর্তা মো. মকবুল হোসাইন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট দীপ্ত হাওলাদার, ফটোগ্রাফার মো. আলী আশরাফ, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের উপ-পরিচালক পার্সোনাল অ্যান্ড প্রচার ও প্রকাশ-অতিরিক্ত দায়িত্ব-মোহাম্মদ সোহেল কামরুজ্জামান, সময়ের আলো পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, আমিন মোহাম্মদ গ্রুপের সহকারী ব্যবস্থাপক, মিডিয়া ও জনসংযোগ বিভাগ মো. ইব্রাহিম খলিল, এনেক্স কমিউনিকেশনের পরিচালক শরিফ সাব্বির, সিইও এ এইচ এম আসাদুজ্জান, সিনিয়র এক্সিকিউটিভ মিডিয়া মাসুম বিল্লাহ মিঠু, এক্সিকিউটিভ অ্যাকাউন্টস মাহবুব আলম, গৌরব জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক গনেশ দেবনাথ, জায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্রঞ্চ ইনচার্জ মো. রেদওয়ানুল হক, গোল্ড ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপনা পরিচালক উত্তম বণিক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার মো. হাবিবুর রহমান, ল্যাবএইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-ই-খুদা (দীপ), অভিরূপ বিজ্ঞাপন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জারজিস আহমেদ হেনরি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশর প্রজেক্ট ডিরেক্টর মো. আশরাফুল হক চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা মো. মেহেদী হাসান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোছা. জিনাত তারা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আইটি মো. মোজাফ্ফর রহমান, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন (পিমা)-এর পক্ষে শুভেচ্ছা জানান সভাপতি মো. আল-আমিন, সিনিয়র সহসভাপতি মো. মহিদুল ইসলাম জাকির, সহসভাপতি মো. মোমিতুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরোয়ার কবির শাকিল, সহ-প্রচার সম্পাদক দ্বীনবন্ধু রায়।

ক্রীড়া : বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পদার্পণ অনুষ্ঠানে ক্লাব সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পরিচালকরা ফুল দিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে শুভেচ্ছা জানান। ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর আবু যুবায়ের নিপু, প্রশিক্ষক মাহবুব হোসেন রক্সি এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স। এ ছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম, কায়সার হামিদ ছাড়াও শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, ইলিয়াস হোসেন, বিপ্লব ভট্টাচার্য, জুলফিকার মাহমুদ মিন্টু প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন : বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার। আরও শুভেচ্ছা জানাতে আসেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া রহমান, ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিইউজে (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা। এ ছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সহসভাপতি শাহীন আবদুল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলী আজম ও শেখ কালিমউল্যাহ, ক্র্যাবের সাবেক সভাপতি মির্জা মেহেদী তমাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএফইউজের একাংশের নির্বাহী সদস্য মোদাব্বের হোসেন, ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (ডিএসএসএসএল) সম্পাদক শফিউল আলম দোলন, সমিতির পরিচালক গোলাম মোস্তফা, জার্নালিস্ট রেসিডেন্সিয়াল কো-অপারেটিভ সোসাইটির (জেআরসিএস) সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নেতারা, ঢাকার কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ নেতারা ও প্রতিদিনের সংবাদের পরিবারবর্গ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব : অনন্ত জলিল, অপু বিশ্বাস, বুবলী, ববি, ছটকু আহমেদ, কাজী হায়াৎ, কবি মোহন রায়হান, অঞ্জনা, শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, দেবাশীষ বিশ্বাস, আবদুল আজিজ, নিরব, সাইমন, ময়ূরী, আমান রেজা, এফ এস নাঈম, কায়েস আরজু, আওলাদ হোসেন উজ্জ্বল, ইউসুফ খান, অন্তু করিম, আহসান হাবিব নাসিম, সাজু খাদেম, আজম খান, নাজনীন হাসান চুমকী, সামিনা বাসার, মেঘলা মুক্তা, বারিষ, গৌতম সাহা, ইভান শাহরিয়ার সোহাগ, ধ্রুব গুহ, আজম খান, অহনা রহমান, তানভীর তনু, আরজে নিরব, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রুবিনা আলমগীর, ফারিন খানসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপস্থিতি ও শুভেচ্ছায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, সাজিয়া সুলতানা পুতুল, বেলাল খান, কামরুজ্জামান রাব্বি, লিহাত লেমিস, খোন্দকার বাপ্পী, কাজল আরিফ, শিল্পী বিশ্বাস, আভরাল সাইর, প্রীজিত মহাজন, শিশুশিল্পী সূর্য, মেয়র আতিকুল ইসলাম, যুব মহিলা লীগের সভানেত্রী ডেইজী সারোয়ার প্রমুখ।

চিকিৎসক : অধ্যাপক ডা. আবদুল মান্নান সরকার, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডা. নওশীন শারমীন পূরবী, ডা. তানিয়া আলম, ডা. এম ইয়াছিন আলীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল ও সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সর্বশেষ খবর