সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভারতকে হারিয়ে মেয়েদের শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে মেয়েদের শিরোপা জয়

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে প্রতিপক্ষকে হারিয়েছেন অর্পিতা বিশ্বাসরা। একের পর এক দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা খেলেছেন তারা। এমনকি গ্রুপ পর্বে ভারতকেও পাত্তা দেয়নি সাইফুল বারী টিটুর শিষ্যরা। তবে ফাইনালে লড়াইটা ছিল কঠিন। কোনো দলই কাউকে ছাড় দেয়নি। ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারির গোলে এগিয়ে যায় ভারত। ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। তবে ৭১ মিনিটে মরিয়মের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ দিকে ভারতের রক্ষণে বেশ চাপ তৈরি করেন অর্পিতারা। নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি তারা। টাইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারিজান দারুণ দক্ষতায় দুটি গোল রুখে দেন। ভারতের আরও একজন গোলবারে শট করেন। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ভুটান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ভারতের আনুশকা কুমারি। সেরা খেলোয়াড় হয়েছেন সুরভী আকন্দ প্রীতি। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইয়ারিজান।

সাফের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে দ্বিতীয় ট্রফি জয় করল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে অনূর্ধ্ব -১৫ ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল।

সর্বশেষ খবর