শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আগুনে শিশুসহ ৩৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল ইফতারের আগমুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় শফিক খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। দগ্ধদের মধ্যে পাঁচজন আইসিইউতে অন্য ৩০ জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। ডা. তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে নারী-শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জরুরি বিভাগে ৩৫ জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে রয়েছেন নাদিম (২২), নিরব (১০), সুরাইয়া (৯), মিরাজ (১৩), এমডি তারেক রহমান (১৭), মন্নাফ (১৭), সুলাইমান (৯), লালন (২৩), নাঈম (৮), শিল্পী (৩০), ইয়াসিন আরাফাত (২১), সুমন (২৬), মহিদুল (২৭), রাব্বী (১৩), ঊর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (৩২), আরিফ (৪০), রত্না বেগম (৪০), তায়েবা (৩), মনসুর আলী (৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবীর (৩০), কুদ্দুস (৪৫), তাওহিদ (৭), সোলায়মান (৪০), মশিউর (২২), লাদেন (২২) এবং কামাল (৬৫), মাইদুল ইসলাম, মো. কুটি, আরিফুল, ইয়াসিন, সোলেমান, আকাশ, নূর নবী, নিরব, মোছাম্মৎ শিল্পী, নাঈম, মাহবুব, মশিউর, মোতালেবসহ কয়েকজন। দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দুর্ঘটনাস্থল শফিক খানের বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ওই বাড়ির নির্দিষ্ট রান্নাঘরে ভাড়াটিয়া কারখানার শ্রমিকরা রান্না করছিলেন। গতকাল ইফতারের আগমুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি পরিবারের গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে নতুন আরেকটি সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় নতুন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি খুবই জনবহুল। ইফতারের আগে মাটির চুলায় রাস্তার ওপর রান্না করছিলেন কেউ কেউ। রাস্তায় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার ফেলার কারণে তাদেরকে অনেকেই দগ্ধ হয়েছেন। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তথ্য সংগ্রহ করছি, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, ইফতারের আগে তিনজন দগ্ধ রোগী এসেছিলেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনাবাড়ী পপুলার হসপিটালের দায়িত্বরত কর্মকর্তা মো. জাহিদ জানান, সিলিন্ডারের আগুনে দগ্ধ ১০ জনের অধিক রোগী এসেছিলেন। তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন সদস্যের কমিটি গঠন : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ হওয়ার ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।

আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

সর্বশেষ খবর