শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আগুন হুমকিতে ঢাকা

হাসান ইমন

আগুন হুমকিতে ঢাকা

বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরে আগুন নেভানোর জন্য রাস্তার পাশে ফায়ার হাইড্রেন্ট নির্মাণ করা হলেও ঢাকায় নেই। ফলে রাজধানীর কোথাও অগ্নিকাণ্ড ঘটলে পানির অভাবে অগ্নিনির্বাপণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায় বহুগুণ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানান, ঢাকায় বেশ কয়েকটি বড় বড় অগ্নিকাণ্ডের পর সরকারি উদ্যোগে বহু টাকা ব্যয়ে আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হলেও প্রয়োজনীয় পানির অভাবে অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকার নিমতলী ও চকবাজারের চুড়িহাট্টায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রয়োজনীয় পানি সরবরাহের অভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। একই সমস্যা লক্ষ্য করা গেছে বনানীর একটি টাওয়ার ও গুলশান ডিএনসিসি মার্কেটের আগুনেও। ফলে আগুনের ব্যাপ্তি আর ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ফায়ার হাইড্রেন্ট থাকলে পানির সংকটে পড়তে হতো না ফায়ার ফাইটারদের। এ ছাড়া ঢাকা শহরে ক্রমেই জলাধারের পরিমাণ কমছে। বিভিন্ন এলাকায় জলাশয়, পুকুর, ডোবা, নালা ভরাট করে ফেলা হচ্ছে। তবে সম্প্রতি চট্টগ্রামে করলেও পানির স্পিড না থাকায় এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। অপরিকল্পিত এ নগরীতে ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা গড়ে তোলার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ-ওয়াসার। কিন্তু ঢাকার কোথাও একটি স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়নি। অথচ শহরের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা এলাকা এবং মার্কেটসংলগ্ন এলাকায় একটি করে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কথা। তবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে, ঢাকার পানির পাম্প স্টেশনেই রয়েছে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। এগুলোয় পানির চাপ কম থাকায় কার্যকারিতা কম। কোথাও আগুন লাগলে ওয়াসার ভ্রাম্যামাণ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। সে গাড়ি থেকে ফায়ার সার্ভিস পানি নেয়। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়। লক্ষ্য ছিল একটাই-নগরকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করা। কিন্তু অগ্নিদুর্ঘটনা রোধ কিংবা দ্রুত আগুন নেভাতে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে।

জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বলেন, ঢাকা শহরের রাস্তায় কোথাও ফায়ার হাইড্রেন্ট আছে বলে আমার জানা নেই। উন্নত বিশ্বে ১০০ ফিট পর পর ফায়ার হাইড্রেন্ট রয়েছে। পানি দিয়ে আগুন নেভানো সবচেয়ে সহজ পদ্ধতি।

কোথাও আগুন লাগলে পানি পাওয়া যায় না

পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট নেই

ফায়ার হাইড্রেন্ট নিয়ামক শক্তি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর