শিরোনাম
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কোথাও আগুন লাগলে পানি পাওয়া যায় না

ড. আদিল মুহাম্মদ খান

কোথাও আগুন লাগলে পানি পাওয়া যায় না

রাজধানীতে খুব দ্রুত ফায়ার হাইড্রেন্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, অগ্নিদুর্ঘটনার সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা। কারণ, এই মহানগরীতে জলাধারের খুব সংকট। ইতোমধ্যে অনেক জলাশয়, পুকুর, খালসহ বিভিন্ন জলাধার ভরাট হয়ে গেছে। এতে পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোথাও আগুন লাগলে পানি পাওয়া যায় না। তিনি আরও বলেন, ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। অপরিকল্পিত নগরও বটে। সঙ্গত কারণে এখানে অগ্নিঝুঁকিও বেশি। কিন্তু আপনি যদি মানুষের জীবনকে গুরুত্ব দেন তাহলে আগুন ঠেকাতেই হবে। অগ্নিদুর্ঘটনা রোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপন খুবই জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা শহরে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে কে বসাবে এই নিয়ে চলছে ঠেলাঠেলি। মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে যে কোনো একটা সংস্থার মাধ্যমে ফায়ার হাইড্রেন্ট বাস্তবায়ন জরুরি। এই বিশেষজ্ঞ আরও বলেন, কিছু গার্মেন্টস ও কল কারখানায় ফায়ার হাইড্রেন্ট বসানো হয়েছে। সেটা ভালো উদ্যোগ। এখন নগরের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট বসানো জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর