শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট নেই

এ কে এম সহিদ উদ্দিন

পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট নেই

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন বলেন, ঢাকা শহরে আমাদের ফায়ার হাইড্রেন্ট নেই, এমন নয়। ঢাকায় আমাদের অনেক পানির পাম্প স্টেশন আছে, সেখানেও এ সিস্টেম আছে। তবে তা পর্যাপ্ত নয়। তিনি আরও বলেন, অগ্নিঝুঁকিতে থাকা এলাকায় এটি সবসময় কার্যকরও নয়। তবে ২০২১ সালে ফায়ার সার্ভিসের সঙ্গে ঢাকা ওয়াসার একটি সমঝোতা হয়। সেখানে বলা আছে, কোথাও আগুন লাগলে সংশ্লিষ্ট জোনসহ সব জোনের ভ্রাম্যমাণ গাড়ির পানি ঘটনাস্থলে নিয়ে আসতে। এখন সে পদ্ধতিটা চালু রয়েছে। এ কে এম সহিদ উদ্দিন বলেন, ঢাকা ওয়াসা নতুন কিছু গাড়ি কিনছে, যেগুলোর পাম্প হাইপাওয়ারের। কোথাও আগুন লাগলে ৫-৬ তলা পর্যন্ত এই পাম্প দিয়ে পানি স্প্রে করতে পারে। ফায়ার সার্ভিস আসা পর্যন্ত যেন ওয়াসার গাড়ির কার্যক্রম চালাতে পারে।

সর্বশেষ খবর