শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ফায়ার হাইড্রেন্ট নিয়ামক শক্তি

আলী আহাম্মেদ খান

ফায়ার হাইড্রেন্ট নিয়ামক শক্তি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান বলেছেন, ফায়ার হাইড্রেন্ট শহর এলাকায় এখনো সংযোগ করা হয়নি। ফ্যাক্টরির ভিতরে এটি সংযোগ রয়েছে। কিছু বিল্ডিংয়ে ফায়ার হাইড্রেন্ট লাগানো আছে। বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় ফায়ার হাইড্রেন্ট রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় জলাশয়, পুকুর, ডোবা, নালা ভরাট করে ফেলা হচ্ছে। এতে পানির সংকট বাড়ছে। ফলে বাংলাদেশের প্রেক্ষিতে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আগুন নির্বাপণের প্রথম নিয়ামক শক্তি হচ্ছে পানি। যেহেতু জলাশয়গুলো শেষ হয়ে যাচ্ছে সেহেতু ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে। আশপাশের জলাশয়ের সঙ্গে সংযোগ করে পানির ব্যবস্থা করতে হবে। তাহলে যেখানেই আগুন লাগুক ফায়ার ফাইটাররা দ্রুত আগুন নির্বাপণ করতে পারবেন। এতে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতিও অনেকাংশ কমে আসবে।

 

 

সর্বশেষ খবর