শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জরুরি শারীরিক পরীক্ষানিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যায় ইফতারের পর তিনি গুলশানের বাসা ফিরোজায় ফিরে যান। এর আগে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণ করা হয়। কয়েকটি পরীক্ষানিরীক্ষা করার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন সাবেক           এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কয়েকটি টেস্ট করা হয়েছে। গতকাল আল্ট্রাসনোগ্রাফ করা হয়। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার (খালেদা জিয়ার) সুচিকিৎসার জন্য আবারও তাকে বিদেশে অ্যাডভান্স হেলথ সেন্টারে নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আল্ট্রসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এরপর ওইদিনই রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল।

সর্বশেষ খবর