শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

লালমনিরহাটে সাংবাদিককে গালাগাল

এসি ল্যান্ডের বিরুদ্ধে সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে পাঁচজন সাংবাদিক গতকাল ভূমি অফিসে গেলে তাদের আটকে রেখে গালাগাল করেছেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-নোমান সরকার। ওই সাংবাদিকদের তিনি জেলে পাঠানোরও হুমকি দেন। বেলা ১২টায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ৪০ মিনিট ধরে ‘বন্দি’ রাখার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন এসে অফিস গেটের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেও ওই সহকারী কমিশনার সাংবাদিকদের ‘দালাল’ বলে আওয়াজ দিতে থাকেন। জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জনাব মমিন; এতে অবস্থা শান্ত হয়। পরে সাংবাদিকরা শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

বেলা ২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন ঘটনাস্থলে এসে সহকারী কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবস্থানের সমাপ্তি ঘটে। তবে শনিবার ব্যবস্থা না নিলে সাংবাদিকরা আন্দোলন শুরু করবেন।

সর্বশেষ খবর