শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে নিহত ১

কুমিল্লা প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় দুই গ্রুপে সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক ছাত্রদল নেতা গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম ও মোল্লাবাড়ির রাব্বি-সাক্কু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়ার ছেলে এবং শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)।

স্থায়ী সূত্র জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে জুমার পর শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় অর্ণবকে একই এলাকার ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ বাধে বলে শুনেছি। এ সময় দুই পক্ষ গুলি শুরু করলে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অর্ণব কোনো গ্রুপের নাকি পথচারী তা এখনো শনাক্ত হয়নি।

সর্বশেষ খবর