শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ

চিকিৎসাধীন ১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক

দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ৭ রোগী রয়েছেন। চিকিৎসাধীন

১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ রোগী এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে। সোলায়মান মোল্লার ছেলে আকাশ মোল্লা জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটবায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন তারা। তার বাবা পেশায় ভাঙারি ব্যবসায়ী। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তিনি। একই ঘটনায় দগ্ধ হয়েছেন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) ও তার দুই সন্তান নিলয় (৩) এবং নীরব (৭)। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে ৩১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সাতজন আইসিইউতে রয়েছেন। এইচডিইউতে এক শিশু রয়েছে, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। অধিকাংশ রোগীর শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন তারা। এর মধ্যে ১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর