শিরোনাম
শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইউএনওর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদাবাজি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের নিরাপত্তাকর্মী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ইউএনও’র অশ্লীল ভিডিও ভাইরালসহ তাকে খুন-জখমের ভয় দেখিয়ে চাঁদাবাজিতে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আকাশ খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে। গত দুই বছর ধরে তিনি ইউএনওর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাসের হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলেন- ‘আপনার একটি অশ্লীল ভিডিও আছে, যেটির জন্য ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা দিলে ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে। আর টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাসহ যে কোনো স্থানে আপনার ওপর হামলাসহ খুন-জখম করা হবে।’ এসব কথা বলে অজ্ঞাতনামা চাঁদাবাজ ইউএনও এবং তার স্ত্রীর মোবাইলে হুমকি দেয়। ইউএনও’র স্ত্রী বিপাশা বিশ্বাস তার স্বামীর মান-সম্মানের ভয় এবং জীবনের নিরাপত্তার বিষয়টি ভেবে পর্যায়ক্রমে হুমকিদাতার ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা দেন। টাকা পাঠানোকালে ইউএনওর গাড়িতে থাকা নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আকাশের কথাবার্তায় ইউএনওর স্ত্রীর সন্দেহ হয়। এ ঘটনায় আনসার সদস্য আকাশকে আসামি করে গত ১২মার্চ লোহাগড়া থানায় মামলা করেন ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আরও বলেন, ইউএনওকে হুমকি দিয়ে চাঁদাবাজির মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে মামলা দায়ের হওয়ার পর আকাশকে বুধবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর