শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কার জয়ে সিরিজে সমতা

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে থেকেই দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। গতকাল ছিল সিরিজ জয়ের হাতছানি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। ৩ উকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে লিটন দাসের উইকেট প্রথম ওভারেই হারায় বাংলাদেশ। শূন্য রানে ওপেনারকে হারালেও দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। অধিনায়ক শান্ত ৩৯ বলে ৪০ রান করে আউট হলেও সৌম্য সরকার ৬৬ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। তবে বাংলাদেশকে ম্যাচে লড়াকু সংগ্রহ উপহার দেন তৌহিদ হৃদয়। তিনি ১০২ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তার ইনিংসে তিনটি চার ছাড়াও পাঁচটি ছক্কার মার ছিল। আগের ম্যাচে ভালো খেললেও মাহমুদুল্লাহ গতকাল শূন্য রানে সাজঘরে ফেরেন। শেষদিকে হৃদয়কে সঙ্গ দেন মুশফিকুর রহিম (২৫ রান), মিরাজ (১২ রান), তানজিম সাকিব (১৮ রান) এবং তাসকিন আহমেদ (১০ বলে ১৮ রান)। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়াও দিলশান ২টি এবং প্রমোদ ১টি উইকেট নেন। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৪৩ রানেই ৩ উইকেট হারায়। শরিফুল শিকার করেন আভিস্কা ফার্নান্দো (০) এবং সাদিরা সামারাবিক্রমাকে (১)। তাসকিন আহমেদ শিকার করেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে (১৬)। তবে এর পরই উইকেটে মজবুত আসন গাড়েন পাথুম নিশানকা ও চারিথ আশালঙ্কা। দুজন চতুর্থ উইকেট জুটিতে দলের খাতায় যোগ করেন ১৮৫ রান। নিশানকা ১১৩ বলে ১১৪ রান করেন। তিনি ১৩টি চার ও তিনটি ছক্কা হাঁকান। চারিথ আশালঙ্কা ৯৩ বলে ৯১ রান করেন ছয়টি চার ও চারটি ছক্কার মারে। নিশানকাকে ফেরান মিরাজ। আশালঙ্কার উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এর মধ্য দিয়ে তিনি অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন। নিশানকা ও আশালঙ্কার উইকেট হারিয়ে বিপদেই পড়ে শ্রীলঙ্কা। আশার আলো দেখতে পান বাংলাদেশি সমর্থকরা। জানিথ লিয়ানাগে ৯ রানে তানজিম সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলে সম্ভাবনা আরও উজ্জ্বল হয় টাইগারদের। শেষদিকে বিলালাগে (১৫*) ও হাসারাঙ্গার (২৫) দৃঢ়তাপূর্ণ ব্যাটিং শ্রীলঙ্কাকে জয় উপহার দেয়। ৪৭.১ ওভারে ২৮৭ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা।

সর্বশেষ খবর