সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে শিক্ষার্থীদের

--- এ কে আজাদ চৌধুরী

কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, যৌন নিপীড়নবিরোধী শুধু আন্দোলন নয় এটা শিক্ষা কার্যক্রমেরও অংশ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসেই এসব বিষয় কীভাবে মোকাবিলা করতে হবে সেই সম্পর্কে শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. এ কে আজাদ চৌধুরী বলেন, নিয়মিত কাউন্সেলিংয়ের মধ্যদিয়ে শিক্ষার্থীদের আমাদের সামাজিক গঠন, সম্মান, মর্যাদা এবং আমাদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে। এ ছাড়া মানসিক অবসাদ কীভাবে সামলাতে হবে সেটিও সাইকোলজিস্ট দিয়ে ধারাবাহিক কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হবে। যে কোনো নেতিবাচক পরিস্থিতি মোকাবিলার মতো মানসিক শক্তি তাদের মধ্যে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভিতরে আমাদের জীবনবোধ, সামাজিক কাঠামো, ন্যায়-অন্যায়ের বিবেচনাবোধকে যথাযথভাবে তুলে ধরার মধ্যদিয়ে সেগুলো পালনে উৎসাহিত করতে হবে। আধুনিকতার দোহাই দিয়ে নিজের বাঁধভাঙা যৌবনের জোয়ার যেন তাদের ভাসিয়ে নিয়ে না যায় সেই চর্চাও তাদের করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে কর্তব্যজ্ঞান ও সচেতনতা বাড়ানো এবং তাদের আচার-আচরণ যেন সীমা ছাড়িয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ভবিষ্যতে এড়াতে হলে জড়িত শিক্ষক শিক্ষার্থীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে চাকরিচ্যুত করা থেকে আরম্ভ করে জেলে পাঠানোর মতো কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ খবর