সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আইন ও শৃঙ্খলাবিধি কার্যকর করতে হবে

--- এস এম এ ফায়েজ

আইন ও শৃঙ্খলাবিধি কার্যকর করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ও শৃঙ্খলা বিধিতে নিপীড়নের অপরাধে কী ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা সুস্পষ্টভাবে বলা আছে। এসব আইনকে যথাযথ উপায়ে কার্যকর করার উদ্যোগ নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হয়ে যাবে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে পবিত্র রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ফায়েজ বলেন, ক্যাম্পাসের আইন, শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদাকে সমুন্নত রাখতে উপাচার্যকেই এসব আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে কঠোর হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তার প্রক্টরিয়াল বডিকে ছাত্রী নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে। তিনি বলেন, যেসব শিক্ষককের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এসব বিষয়ে খুব দায়িত্বশীল হয়ে কঠোর হস্তে বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলা ধরে রাখায় উদ্যোগী হতে হবে। অধ্যাপক ফায়েজ বলেন, প্রত্যেকটি বিভাগে যেসব ছাত্র উপদেষ্টা শিক্ষক রয়েছেন তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ উপদেষ্টা যারা রয়েছেন তাদের সতর্ক নজরদারি রাখতে হবে। আবাসিক হলগুলোতে প্রভোস্ট, হাউস টিউটরদের কার্যক্রম বাড়িয়ে শিক্ষার্থীদের আস্থায় আনতে হবে। তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে পবিত্র রাখতে হবে। ছাত্রছাত্রীরা আমাদের সন্তানতুল্য, আর আমরা তাদের অভিভাবক- এই অনুভূতি যেন খুব ভালোভাবে অনুশীলন করা হয়। এই অনুভূতি থেকে শিক্ষকরা আজকাল দূরে সরে যাওয়ার কারণে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এই বন্ধনকে ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর