শিরোনাম
সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করা হবে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করা হবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জয় সেট সেন্টার, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে অধিক সংখ্যক তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগরে পরিণত হবে। গতকাল নিজ নির্বাচনি এলাকা রংপুর পীরগঞ্জে দুই দিনের সফরে এসে উপজেলা পরিষদ ভবনে ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’-এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এরোমা দত্ত, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ ম ল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানসহ অন্যরা। স্পিকার বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। সে পরিকল্পনা নিয়ে দেশ এগিয়ে চলেছে। পীরগঞ্জে জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেবে। সেই সঙ্গে এখান থেকে সাধারণ মানুষ তথ্যপ্রযুক্তি নিয়ে নানা সেবা নিতে পারবে।

এরপরে জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে আইসিটি বিভাগের অধীন ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১ হাজার ১৯০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর