সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে আনতে হবে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। এই কার্যক্রম সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদফতর, ভোক্তা অধিদফতর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে সমন্বয় করবে। গতকাল দুপুরে রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি বিপণন অধিদফতর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদফতরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করব।

সর্বশেষ খবর