সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মাল্টার সেই জাহাজ উদ্ধার ভারতীয় নৌবাহিনীর

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে ছিনতাই হওয়া এমভি রুয়েন নামের মাল্টার পতাকাবাহী জাহাজটিকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। আত্মসমর্পণে বাধ্য করা হয়েছে ৩৫ জলদস্যুকে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে ওই জাহাজের ১৭ নাবিককে।

গত শনিবার ভারতীয় নৌবাহিনীর চতুর্মুখী অভিযানে টিকতে না পেরে ওই  জাহাজের দস্যুরা আত্মসমর্পণ করে বলে ভারতীয় নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের ১৪ ডিসেম্বর মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে সোমালি জলদস্যুরা। জিম্মি করা এই জাহাজ নিয়েই তারা সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহকে ছিনতাই কাজেও এমভি রুয়েনকে কাজে লাগানো হয়েছিল। বৃহস্পতিবারও বাংলাদেশের আরেকটি পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে জলদস্যুরা। খবর পেয়ে ভারতীয় নৌবাহিনী দস্যুদের ধরার জন্য অভিযানে নামে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এই অভিযানে আড়াই হাজারের বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়ে এমভি রুয়েনকে কোণঠাসা করে ফেলে। শুক্রবার থেকে চতুর্মুখী অভিযান শুরু করে ভারতের নৌ বাহিনী।

সর্বশেষ খবর