সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

৮৮ শতাংশ ভোটে এগিয়ে পুতিন

প্রতিদিন ডেস্ক

৮৮ শতাংশ ভোটে এগিয়ে পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশ্ব এখন এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায়। তবে গতরাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ভøাদিমির পুতিন। মোট ভোটের তিন ভাগের একভাগ গণনায় পুতিনের প্রাপ্ত ভোট ছিল ৮৭ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকোলা খারিতনভ পান ৪ দশমিক ৭ শতাংশ ভোট।

বিশ্লেষকরা জানান, ভোটে বিপুলভাবে বর্তমান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনই বিজয়ী হবেন- তা নিশ্চিত। ভোটের ব্যাপারে গতকাল রাশিয়ার স্থানীয় সময় দুপুর পর্যন্ত সাড়ে ৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে রুশ বার্তা সংস্থা তাস জানায়। অন্যদিকে পশ্চিমা সংবাদ সংস্থা এএফপি জানায়, ভোট গ্রহণের শেষ দিনে গতকাল ড্রোন হামলা অব্যাহত রাখে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কোসহ রাশিয়ার আটটি অঞ্চলে আকাশ হামলা প্রতিরক্ষাব্যবস্থা মোট ৩৫টি ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন ভূপাতিত হয়ে তেল পরিশোধনাগারের ওপর পড়লে সেখানে আগুন ধরে যায়।

 ইউক্রেনের ঝাপোরিঝঝিয়ার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশে অবস্থিত একটি ভোট কেন্দ্রেও হামলা চালায় আত্মঘাতী ড্রোন। এ ঘটনায় ভোট কেন্দ্রে আগুন ধরে গেলেও কেউ হতাহত হননি।

সর্বশেষ খবর