মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুতিনের বিজয় নিন্দা পশ্চিমের স্বাগত মিত্রদের

প্রতিদিন ডেস্ক

পুতিনের বিজয় নিন্দা পশ্চিমের স্বাগত মিত্রদের

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। এটাই সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়ায় কোনো নেতার সবচেয়ে বড় ব্যবধানে নির্বাচনে জয়ের রেকর্ড। এতে উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। অন্যদিকে স্বস্তি পেয়েছে চীন, ভারত, ইরান এবং উত্তর কোরিয়া। সূত্র : রয়টার্স।

খবরে বলা হয়, এই নির্বাচনে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতনভ চার শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। নবাগত ভ্লাদিস্লাভ দাভানকভ তৃতীয় ও কট্টর-জাতীয়তাবাদী নেতা লিওনিদ স্তাতস্কি চতুর্থ স্থান পেয়েছেন। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্যদিয়ে ভ্লাদিমির পুতিন আরও অন্তত ছয় বছর ক্ষমতায় থাকার জন্য নিশ্চিত হয়েছেন। কিন্তু এই খবর পশ্চিমের অনেক দেশের জন্য উদ্বেগজনক হলেও চীনসহ বেশ কয়েকটি দেশের জন্য সুসংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অপর কয়েকটি দেশ এখন দাবি করছে, রাশিয়ার নির্বাচন অবাধ ও মুক্ত ছিল না, কারণ বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাবন্দি করা হয়েছে এবং ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। পশ্চিমের গোয়েন্দা প্রধানরা বলেছেন, এমন এক সময় রাশিয়ার নির্বাচন হয়েছে যখন ইউক্রেন যুদ্ধ ও সার্বিকভাবে এই যুদ্ধের পশ্চিমের অবস্থান এক ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনকে সামরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়টি মার্কিন রাজনীতিতে বেশ বড় অনুঘটক হয়ে দেখা দিয়েছে। অনেকে ভাবছেন এ বিষয়টি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব রাখতে পারে।

সর্বশেষ খবর