মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আজকের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না

নিজস্ব প্রতিবেদক

আজকের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না, সততা মানেন না, নির্দেশনা মানেন না, জীবনদর্শন থেকে শিক্ষা নেন না। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার শতভাগ পরীক্ষিত। সজীব ওয়াজেদ জয় নীরবে বাংলাদেশে আসে, আবার নিঃশব্দে চলে যায়। কেউ টেরও পায় না। কিন্তু তাঁর নেতৃত্বে বাংলাদেশের আইসিটি খাতে একটি নিঃশব্দ বিপ্লব হচ্ছে। তিনি বলেন, এদেশে বঙ্গবন্ধুর পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা ও সাহস রাজনীতির প্রধান দুটি গুণ। সততা শিখতে হলে বঙ্গবন্ধু পরিবারের দিকে তাকাতে হবে। গত ১৫ বছরে এই পরিবারের কেউ হাওয়া ভবনের মতো করে ক্ষমতার বিকল্প কোনো সেন্টার তৈরি করেনি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা মেধাবী। লেখাপড়া করেছে অক্সফোর্ড, হারবার্ডে। যে যেখানে আছে, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে মেধা দিয়ে। গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, দখল করে নয়, অর্থ পাচার করে নয়। শেখ রেহানার আজ লন্ডন শহরে নিজস্ব কোনো গাড়ি নেই। বাসে চড়ে, ট্রেনে চড়ে যাতায়াত করেন। আমাদের নেত্রী বলেন, ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’। এই মেথডে কর্মীদের উজ্জীবিত হতে হবে। এটি বঙ্গবন্ধুর মূলমন্ত্র এবং আমাদের নেত্রীর নির্দেশনা।

সর্বশেষ খবর