মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাই

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাই

ভারতের নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতায় আমরা এ দেশ অল্প সময়ের মধ্যে স্বাধীন করতে পেরেছি। আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি। গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্যকারামুক্ত শেখ রবিউল আলম রবিকে শুভেচ্ছা জানাতে তিনি এ কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষণ করা এনডিআই এবং আইআরআইয়ের প্রতিবেদন প্রসঙ্গে ড. আবদুল মঈন খান আরও বলেন, সবাই বলছেন ৭ জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। সরকার তা মেনে নিতে নারাজ। ক্ষমতাসীনরা বলছেন, বন্ধুরাষ্ট্রের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছেন। তাদের কথায়ই প্রতীয়মান হয়, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেননি। তিনি বলেন, আজ যারা এ সরকারকে ক্ষমতায় আনতে সহযোগিতা করেছেন, তারা কি দেশের মঙ্গলের জন্য করেছেন? নাকি জনগণের বাকস্বাধীনতা হরণের জন্য করেছেন?

সর্বশেষ খবর