বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেন -বাংলাদেশ প্রতিদিন

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। দরপতনের আতঙ্কে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। ফলে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। টানা এই দরপতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রতিবাদকারীরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও বিক্ষোভ প্রদর্শন রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ বিনিয়োগকারীরা অংশ নেন। তারা বাজারে আস্থা ফেরাতে ও দরপতন ঠেকাতে আইসিবিসহ সরকারের অন্যান্য সংস্থাকে সাপোর্ট দেওয়ার দাবি জানান। মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন আবদুর রাজ্জাক। তিনি বলেন, দীর্ঘদিন বাজারে ফ্লোর প্রাইস আরোপ করা ছিল। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সময় বলা হয়েছিল বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দেবে। বিনিয়োগ করবে। যাতে শেয়ারের দর না কমে। এখন উল্টো সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করছে। আইসিবি সাপোর্ট না দিয়ে উল্টো শেয়ার বিক্রি করছে। বাজারে স্থিতিশীলতা ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য আগামীকাল বৃহষ্পতিবার রাজধানীর মতিঝিলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। গতকাল লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৪১টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ৩১৯টি প্রতিষ্ঠানের। আর ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে ২০২১ সালের ২৩ মে’র পর সূচকটি সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। ২০২১ সালের ২৩ মে ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৭৮৭ পয়েন্ট। এরপর সূচকটি আর এত নিচে নামেনি। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিন সোমবার লেনদেন হয় ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২১ কোটি ১৩ লাখ টাকা। লেনদেনে শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭০টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৯৬ লাখ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর