বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আস্থা ফেরাতে কারসাজি লেনদেন বন্ধ করতে হবে

ফারুক আহমেদ সিদ্দিকী

আস্থা ফেরাতে কারসাজি লেনদেন বন্ধ করতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, শেয়ারবাজারে আস্থা ফেরাতে কারসাজি ও গুজবনির্ভর লেনদেন বন্ধ করতে হবে। দুই বছর ধরে ছোট ছোট কোম্পানি ঘিরে একটি কারসাজি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এদের কারসাজিতেই সৃষ্টি হয়েছে বর্তমান সংকটজনক পরিস্থিতি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, স্বচ্ছ একটি শেয়ারবাজার গড়ে তুলতে হবে। লেনদেন প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। বাজার সিন্ডিকেটের দখলে চলে গেছে। এরাই বাজারে নানা ধরনের কারসাজি করছে। শেয়ারবাজারে শেয়ারদর নিয়ে মেনুপুলেট হয়। এসব মেনুপুলেশন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। কারা এসব করছে খুঁজে বের করা উচিত। তিনি বলেন, কয়েক বছর ধরে দেখা যায় ছোট মূলধনি কোম্পানির শেয়ারদর নিয়ে কারসাজি হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে কোনো উৎপাদন নেই। ডিভিডেন্ড দেয় না। কিন্তু সেসব কোম্পানির শেয়ারদর বেড়ে গেছে। কারা এসব করে? এরাই নানা ধরনের গুজব ছড়ায়। বিএসইসির সাবেক চেয়ারম্যান বলেন, বাজারে এখন একটি ভীতি ছড়িয়েছে। দর কমে যাবে। অর্থনীতির পরিস্থিতি খুব খারাপ। ব্যাংকে টাকা নেই। এসব কারণেও একটি ভীতি ছড়িয়েছে। এর কোনো ভিত্তি নেই। এ ভীতির কারণে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। তবে স্বল্প মেয়াদে এর টেকসই সমাধান হবে না। এজন্য কারসাজিমুক্ত স্বচ্ছ শেয়ারবাজার গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর