বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আতঙ্কগ্রস্ত না হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে

ছায়েদুর রহমান

আতঙ্কগ্রস্ত না হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেছেন, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। এ আতঙ্ক থেকে একটি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। আমাদের আতঙ্কগ্রস্ত না হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ছায়েদুর রহমান বলেন, এখন একটি ট্রেন্ড হয়েছে-সবাই চায় কম সময়ে ক্যাপিটাল গেইন করতে। কেউ দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে বিনিয়োগ করতে চায় না। সবাইকে উচিত আস্থা নিয়ে শেয়ার ধরে রাখা। তিনি বলেন, বিনিয়োগকারীর চেয়ে ট্রেডারের পরিমাণ বেশি হলে বাজারে একটু বেশি ঝুঁকি থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েছে। যারা বাজারে ট্রেড করে তারা দ্রুত মুনাফা চায়। দ্রুত মুনাফা না করে দীর্ঘমেয়াদে চিন্তা করলে এখন বাজারে বিনিয়োগের সবচেয়ে ভালো সময়। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে দরপতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আমাদের এখানেও দ্রুত ঘুরে দাঁড়াবে বাজার। তবে কর্তৃপক্ষকে বাস্তবসম্মত ভূমিকা নিতে বর্তমান বাজার শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে হবে। তিনি আরও বলেন, সব সময় দীর্ঘমেয়াদি বিনিয়োগ থাকলে শেয়ারবাজারে আস্থাহীনতার সৃষ্টি হয় না। বড় ধরনের অস্থিরতা তৈরি হয় না। আমাদের বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগ্রহ কম। ফলে যখন বাজারে সূচক কমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে। যদি সবাই ডেইলি ট্রেড করে তাহলে বাজার স্থিতিশীল হবে কীভাবে। বাজারে গুজবনির্ভর না হয়ে বিনিয়োগ করুন। সব আতঙ্ক কেটে যাবে। আশা করি দ্রুত বাজার ঘুরে দাঁড়াবে। শেয়ারের দরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর