বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সাকিব নিয়ে বাহাস

আগে কোনো দল করেছে কি না বিবেচ্য নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাকিবের বিষয়টি আমি গণমাধ্যমে দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। সব শর্ত পূরণ করে সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে জয়লাভ করেছে। এর আগে সে কোনো দল করেছে কি না সেটি আওয়ামী লীগের কাছে বিবেচ্য বিষয় নয়। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ খ্যাত বিএনএম-এ যোগদানের বিষয়ে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে মানুষের ক্রয়সীমার মধ্যে আসে সে ব্যাপারে সরকারের চেষ্টার সামান্যতম কমতি নেই। সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজার নিয়মিত তদারকি করা হচ্ছে। দাম বেঁধে দেওয়ার ফলে কিছু পণ্যের দাম কমেছে।

অপেক্ষা করুন; আমার মনে হয়, চেষ্টা করলে ফল পাওয়া যাবে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ। এ অবস্থায় গালিগালাজ করা ছাড়া তাদের করার কিছু নেই। দলটি এখন আওয়ামী লীগের গিবত করার জন্য ইফতার পার্টির আয়োজন করে ঢালাওভাবে সরকারের সমালোচনা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর