শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জলদস্যুদের পরবর্তী ফোনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একবার ফোন করার পর ফের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। তবে জিম্মি নাবিকসহ ছিনতাই হওয়া জাহাজ এমভি আবদুল্লাহকে মুক্ত করতে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশন। জলদস্যুদের পরবর্তী ফোনের অপেক্ষার পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ। তবে যোগাযোগ রয়েছে নাবিকদের সঙ্গে। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, প্রথম দফার পর দস্যুদের পক্ষ থেকে আর ফোন আসেনি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে নাবিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা সবাই সুস্থ আছেন। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি পতাকাবাসী জাহাজ এমভি আবদুল্লাহকে ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটিতে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি নাবিকসহ জাহাজটি। ২০ মার্চ দুপুরে জলদস্যুদের প্রথম ফোন পায় মালিকপক্ষ। তবে সেখানে মুক্তিপণ বা অন্য কোনো দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়নি। দুস্যদের পক্ষ থেকে প্রথম দফায় ফোন আসায় মুক্তি আলোচনার দ্বার উন্মোচন হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দস্যুরা আর যোগাযোগ করেনি। সংশ্লিষ্টদের ধারণা- সময় নিয়ে মুক্তিপণের বিষয়ে দস্যুরা আলোচনা করবে। আলোচনায় দস্যু, জাহাজ মালিক পক্ষ ছাড়াও মধ্যস্থতাকারীসহ কয়েকটি পক্ষ যুক্ত হবে। সব পক্ষের সমন্বয়ের পর শেষ হবে জিম্মিদশা। পুরো প্রক্রিয়া শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।

 

 

 

সর্বশেষ খবর