শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে সিলগালা থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট খুলে দেওয়ার আবেদনে সারা দেননি হাই কোর্ট। গতকাল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান সাংবাদিকদের বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন। ৪ মার্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে ধানমন্ডির গাউছিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা ১৩টি রেস্তোরাঁ সিলগালা করা হয়। রেট্রো লাইভ কিচেন নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া জরিমানা করা হয় একটি রেস্তোরাঁকে। টুইন পিক টাওয়ারে রেস্টুরেন্ট করার অনুমোদন নেই। অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চলছিল রেস্টুরেন্ট ও ফুডকোর্ট। বেইলি রোডের আগুনের পর দিনই গাউছিয়া টুইন পিক এসেছিল আলোচনায়। ভবনটির স্থপতি মুস্তাফা খালিদ পলাশ নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছিলেন, অত্যন্ত ঝুঁঁকিপূর্ণ অবস্থায় চলছে ভবনটি। তিন দিন পর ৪ মার্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটিতে অভিযান চালায়।

 

 

সর্বশেষ খবর