শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
জাতীয় পার্টিতে উত্তাপ

১০ নেতাকে অব্যাহতি জি এম কাদেরের পাল্টা নোটিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাসহ ১০ জনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাদের অব্যাহতি দেন। গতকাল দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে এ অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে জি এম কাদেরকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সাহিদুর রহমান টেপা। জি এম কাদেরের অব্যাহতি দেওয়া অন্য নেতারা হলেন- জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিয়া, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। এসব নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে সক্রিয় রয়েছেন। এর আগে পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সফিকুল ইসলাম সেন্টুসহ অনেককেই অব্যাহতি দেন জি এম কাদের। এদিকে এই অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টি (কাদের) চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর। গতকাল বিকালে লিগ্যাল নোটিসটি জি এম কাদেরের বনানীর চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সাহিদুর রহমান টেপা।

সর্বশেষ খবর