সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ায় হামলায় কারা জড়িতদের নিয়ে প্রশ্ন

নিহত বেড়ে ১৪৩, জাতীয় শোক পালন

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার সঙ্গে জড়িতদের নিয়ে প্রশ্ন উঠেছে। আইএস-কে এ হামলা চালিয়েছে বলে প্রচার পেলেও তা সঠিক নয় বলে রুশ তদন্তকারীদের তরফ থেকে বলা হচ্ছে। দাবি করা হয়েছে, আসল অপরাধীদের আড়াল করতেই পশ্চিমা মহল আইএসের ওপর দায় চাপিয়ে প্রচারণা চালাচ্ছে। এদিকে ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৪৩ জনে পৌঁছেছে। হামলায় হতাহত এবং ক্ষতিগ্রস্তদের স্মরণ করে গতকাল রাশিয়ায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সূত্র : স্পুটনিক, তাস, আল জাজিরা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘মস্কোর কাছে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই যদি যুক্তরাষ্ট্র কিয়েভের সাফাই গায়, তাহলে এটাই প্রমাণ করবে যে- এ হামলার সঙ্গে ইউক্রেনের যোগসাজশ রয়েছে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উদার গণতন্ত্রপন্থি দল ইউক্রেনভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সব কার্যক্রমে অর্থায়ন করে আসছে। আর জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই সম্পৃক্ততা বহুগুণে বেড়েছে।’ মারিয়া জাখারোভার মতে, ‘দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র খুব দক্ষতার সঙ্গে নিজের কিংবা তার মিত্রদের সংগঠিত হাই-প্রোফাইল অপরাধ থেকে মনোযোগ সরিয়ে  নেওয়ার কাজ করে আসছে। অতএব, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, ওয়াশিংটনের কাছ থেকে কিয়েভকে ‘নিরপরাধ’ ঘোষণা করার সামান্য প্রচেষ্টাও ইউক্রেনকে ‘অপরাধী’ হিসেবে উপস্থাপন করবে।’

পাশাপাশি রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের মূল প্রতিষ্ঠান রোসিয়া সেগোদনিয়ার প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ান বলেছেন, ‘রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। তারা সবাইকে বোঝাতে চাচ্ছে, এ হামলার পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাত রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘রুশ কর্তৃপক্ষ এরই মধ্যে হামলাকারীদের নাম জানতে পেরেছে। জিজ্ঞাসাবাদে এ সন্ত্রাসীরা সব তথ্য দিয়েছে।’ মার্গারিতা সিমোনিয়ানের ভাষ্য অনুযায়ী, ‘হামলাকারীরা এমনভাবে হামলা চালিয়েছেন যেন পশ্চিমারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে পারে, এ হামলার পেছনে আইএসের হাত রয়েছে। তবে হামলায় সন্ত্রাসী সংগঠনটি জড়িত নয়। এ হামলা চালিয়েছে ইউক্রেনীয়রা।’ উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র কয়েকজন সেখানে ঢুকে পড়েন। তারা নির্বিচার গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৪৩ জনের লাশ উদ্ধার হয়েছে।

সর্বশেষ খবর