সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

উত্তেজনা থামছে না বিএসএমএমইউতে

সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। মেয়াদ শেষের মুহূর্তে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিয়োগের পক্ষে-বিপক্ষে চিকিৎসকরা অবস্থান নেওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। গত শনিবার উপাচার্যপন্থি দুই চিকিৎসককে মারধরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ক্যাম্পাসজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সবধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হচ্ছিল। এ ছাড়া চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। গত শনিবার উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিক্ষকরা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা। তখন ক্ষুব্ধ চিকিৎসকেরা উপাচার্যের ব্যক্তিগত সহকারী ডা. মো. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যের দফতর থেকে বের করে দেন। এ ছাড়া বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিন শিপনকে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর