সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ফ্ল্যাটে মিলল মায়ের রক্তাক্ত লাশ, পুলিশ হেফাজতে ছেলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম মানিকদি নামাপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে রোকেয়া বেগম খুন হয়েছেন বলে পুলিশ সন্দেহ করছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে রনিকে পুলিশ হেফাজতে নিয়েছে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জমসেদুল আলম জানান, শনিবার দিবাগত রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে নামাপাড়ার ওই বাড়ির পঞ্চমতলার  ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানে রোকেয়া বেগমের রক্তাক্ত লাশ খুঁজে পাওয়া যায়। নিহত নারী দুই সন্তানের মা। তার বড় সন্তান রনি মানসিক ভারসাম্যহীন, বয়স আনুমানিক ৩০। ধারণা করা হচ্ছে- মানসিক ভারসাম্যহীন বড় ছেলে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, নিহতের সেই মানসিক ভারসাম্যহীন ছেলে রনি এ সময় খাটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলছে। সে জানিয়েছে, সিগারেটের টাকা না দেওয়ায় তার মায়ের ওপর অনেক রাগ ছিল তার। সে জানায়, অন্য কেউ ছোড়া দিয়ে তার মাকে মেরেছে। তবে পুলিশ তার হাতে ছোট যখমের দাগ পেয়েছে। পুলিশ ধারণা করছে, তার মাকে ছোড়া আর দা দিয়ে কোপানোর সময় হাত কেটে গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ থানায় নিয়ে গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করতে চায়নি। ঘটনার সময় তার ছোট  ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই। নিহতের স্বামীর নাম এস এম মোহাম্মদ আলী। তিনি নরসিংদী ঘোড়াশাল পাওয়ার হাউজে চাকরি করেন। পশ্চিম মানিকদি নামাপাড়া বাড়ির নম্বর ২৪৮/৩ পঞ্চমতলার একটি ফ্ল্যাট সপরিবারে থাকতেন রোকেয়া।

সর্বশেষ খবর