মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ায় হামলায় চারজন আদালতে ফ্রান্সেও সতর্কতা

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার কনসার্ট অনুষ্ঠানে হত্যাকাণ্ড ঘটানোর পর গ্রেফতারকৃত চারজনকে মস্কোর আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়েছে। এদিকে রাশিয়ার পর ফ্রান্সেও একইভাবে সন্ত্রাসী হামলার হুমকি আসায় সেখানে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র : রয়টার্স, আল জাজিরা, স্পুটনিক।

রাশিয়ার নিরাপত্তা বাহিনী (এফএসবি) হামলাকারী হিসেবে একটি গাড়িতে থাকা অবস্থায় যে চারজনকে গ্রেফতার করেছে তারা হলেন দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি এবং  মোহাম্মদ সোবির ফায়জোভ। স্থানীয় সময় রবিবার তাদের মস্কোর বাসমানি জেলা আদালতে তোলা হয়। তাদের মধ্যে তিনজনকে মুখোশ পরা পুলিশ হাত পিচমোড়া করে ধরে হাঁটিয়ে আদালতকক্ষে নিয়ে আসে।

ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা : মস্কোতে বন্দুক হামলার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফরাসি সরকার। এ তথ্য জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর