শিরোনাম
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
জমি জবরদখলের ঘটনা

প্রতিবাদী গ্রামবাসীর ওপর হামলা, রূপগঞ্জে গুলিবিদ্ধ আটজন

নিজস্ব প্রতিবেদক

জমি জবরদখলের প্রতিবাদ করায় নাওড়াপাড়া এলাকায় গ্রামবাসীর ওপর রফিক-মিজান বাহিনী গতকাল সকালে আবারও হামলা চালিয়েছে। এ সময় আটজন গুলিবিদ্ধ হয়েছে।

নাওড়া এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মোশারফ হোসেন মেম্বার জানান, রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিক ও তার ভাই মিজান দীর্ঘদিন ধরে নাওড়া এলাকার নিরীহ মানুষের বসতবাড়িসহ জমি অবৈধভাবে জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। নিরীহ মানুষের জমি, বাড়ি দখল ও সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। জানা গেছে, রফিক-মিজান বাহিনীর জমি দখলের বিরোধিতা করায় রফিকের ছোট ভাই মিজানের নেতৃত্বে তাদের বাহিনীর সদস্য জসু, আলেক, আল মামুন, নাপিত দুলাল, আমিনুর, মুজাম্মেল, বাওরাল রোবেল, জাহিদ কুলু, বিএনপি নেতা সেলিম ও অজ্ঞাতনামা আরও ৩০ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, টেঁটা, বল্লম নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে। এ সময় প্রামবাসীর মধ্যে জয়নাল, আকবর, রোমান, তাজেল, মোক্তার, নূর হোসেন, রুবেলসহ আটজন গুলি বিদ্ধ হয়। এ ছাড়া পুরো এলাকা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কয়েক ঘণ্টা পর থানা পুলিশ গুলিবিদ্ধদের বেরাইদ এলাকা দিয়ে ঢাকার হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা সে পথ অবরোধ করে রাখে। পরে পুলিশ বিকল্প রাস্তা নগরপাড়া দিয়ে আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। গুলি ও সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

 

 

সর্বশেষ খবর