মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
জলদস্যুর কবলে জাহাজ

তৃতীয় পক্ষের মাধ্যমে চলছে আলোচনা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে চলছে আলোচনা। এরই মধ্যে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের সঙ্গে দস্যুদের আলোচনা অনেক দূর এগিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে ২৩ নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মিদশার অবসান ঘটবে। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জিম্মিদশার অবসান হবে। ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনতে পারব। তবে এখনো কোনো ধরনের মুক্তিপণ দাবি করেনি সোমালিয়ান জলদস্যুরা।’ সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইইউ নেভাল ফোর্স এবং পান্টল্যান্ড পুলিশের তৎপরতার কারণে ভালো চাপে রয়েছে জলদস্যুরা। তাদের তৎপরতায় ক্রমাগত চাপ সৃষ্টি হওয়ার কারণে তৃতীয় পক্ষের মাধ্যমে অগ্রগতি হচ্ছে আলোচনা। এখন চলছে দরকষাকষি। আশা করা যায় ঈদের আগেই নাবিক ও জাহাজ জলদস্যুমুক্ত হবে। জানা গেছে, ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারে ইইউ নেভাল ফোর্সের তৎপরতা এবং পান্টল্যান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ অভিযান শুরু করার পর দস্যুদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে আলোচনার দ্রুতই অগ্রগতি হচ্ছে। তৃতীয় পক্ষের মাধ্যমে মুক্তিপণের বিষয়ে সমঝোতা হলে এতে যুক্ত হবে বিমাপ্রতিষ্ঠানও।

 

সর্বশেষ খবর