শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধবিরতি পাস হলেও চলছে বোমা

প্রতিদিন ডেস্ক

যুদ্ধবিরতি পাস হলেও চলছে বোমা

ইসরায়েলি হামলায় স্বজন হারিয়ে আর্তনাদ ছবি : আলজাজিরা

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আগের দিনের মতো গতকালও ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হতাহত করেছে। সূত্র : রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের দিনের মতো গতকালও রাফাহ নগরীতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের জঙ্গিবিমান। এ ছাড়া কাছের খান ইউনিস এবং গাজা সিটিতেও হামলা চালানো হয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ হামলায় দুই দিনে ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। সব মিলে যুদ্ধের শুরু থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার জানায়, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির দাবির কাছে আত্মসমর্পণ করবে না। আরেক খবরে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি আহ্বানে প্রস্তাব পাসের পর কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। তবে হামাস জানিয়েছে, তারা এখনো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও তাদের ভূখণ্ড থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অটল রয়েছে।

সর্বশেষ খবর