বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বৈষম্যের বিরুদ্ধে সংবিধান শক্ত অবস্থানে

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যের বিরুদ্ধে সংবিধান শক্ত অবস্থানে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি-গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, যা সমতা ও সম অধিকারকে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষে অনুষ্ঠিত ‘প্রটেকশন অব মাইনরিটি রাইটস’ শীর্ষক ইভেন্টে প্যানেল স্পিকার হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর