শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাসায় নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বাসায় নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসা চলছে। প্রয়োজনে যে কোনো সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ম্যাডামের’ অবস্থা আগের মতোই আছে। বাসায় মেডিকেল বোর্ডের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন। সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থা মনিটর করা হচ্ছে। তিনি জানান, বুধবার দুপুরের পর থেকেই ‘ম্যাডাম খালেদা জিয়া’ অসুস্থতাবোধ করছিলেন। ইফতারের পর অধ্যাপক ডা. শাহাবুুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড, সঙ্গে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেন তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এজন্য আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই থাকবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ-ফখরুল : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চেয়ারপারসন খালেদা জিয়া ‘গুরুতর’ অসুস্থ। বুধবার রাতে তিনি খুবই অসুস্থ হয়েছিলেন। এর আগে বুধবার বিকালে খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়। পাশাপাশি তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে পরে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসায় প্রয়োজনীয় চিকিৎসা দিলে অবস্থার কিছুটা উন্নতি হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থরাইটিস ও হৃদরোগে ভুগছেন। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদন্ড হলেও সরকারের নির্বাহী আদেশে তিনি ২০২০ সালের মার্চ থেকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্ত আছেন। সর্বশেষ বুধবার খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে সাময়িক মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের মতোই শর্ত দেওয়া হয়েছে, খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এই সময়ে তাঁকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ভর্তি হয়ে একদিন পরই বাসায় ফেরেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড গত বছর অক্টোবরে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত ‘বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে’ তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর